ফেসবুকে এক ভাইয়ের আত্মকাহিনী
তিনদিন জ্বর কমেনি, শাস কষ্ট তেমন ছিলো না।
গত ২৩ তারিখ রায়পুর উপজেলা হসপিটাল জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিলো ,পরে ডাক্তার সাধারণ প্যারাসিটেমল, গ্যাসটিক ঔষধ দিলো।জ্বর থাকা বলেছিলো বাড়ি এসে করোনার নমুনা নিয়ে যাবে।
যথারীতি ২৫ তারিখে এসে করোনার টেষ্ট করার জন্য নমুনা নিলো, বললো ৩দিন পর টেস্টের রিপোর্ট দিবে।পরে অন্য চিকিৎসা দিবে। অথচ চাচা অসুস্থ বেড়ে চলছে।
পরে অবস্থা উন্নতি না হওয়া পরের দিন সকাল অথাৎ ২৬ তারিখ সকালে ঢাকা নিয়ে গেলো। পূর্বে থেকে কিডনি একটু সমস্যা থাকা কিডনি হসপিটাল নিয়ে গেলো,উনারা জ্বর কথা শুনে সরাসরি বললো আমরা দেখতে পারবো না,ঢাকা মেডিকেল নিয়ে যান।কোন উপায় না পেয়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল নিয়ে যায়।ঢামেকের ডাক্তার শুনে বললো করোনা টেস্ট করতে হবে আগে,পরে অন্য চিকিৎসা।
দীর্ঘ অপেক্ষার শেষে প্রায় ৫ ঘন্টার পর করোনার টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করলো( দ্বিতীয়বার), বললো আগামীকাল বিকেল ৪ টা নমুনার রেজাল্ট দিবে। কোন রকম প্রাথমিক চিকিৎসা ও দেয়নি,অথচ ফুপা অসুস্থ বেড়ে চলছে। ২৭ তারিখ নমুনার ফলাফলের অপেক্ষায়, কিন্ত পরে জানলাম আজও রেজাল্ট দিবেনা।অথচ ফুপার অবস্থা আরো খারাপ হচ্ছে। বললো পরের দিন নমুনার রেজাল্ট দিবে অথাৎ ২৮ তারিখ (দ্বিতীয় দিন)।কিন্তু এখনো পর্যন্ত কোন চিকিৎসা পাচ্ছে না।
আজ ঠিকই ২৮ তারিখ,করোনার রিপোর্টও ফেলাম,করোনার নেগেটিভ কিন্তু চাচা নূন্যতম চিকিৎসা না পেয়ে সকালে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। রাষ্ট্রের কাছ থেকে নূন্যতম চিকিৎসাও পায়নি। কোন ডাক্তার করোনা সন্দেহ বলে চিকিৎসা দেয়নি।
টেলিভিশন খুললে শুনি ৪ ঘন্টায় করোনার নমুনার ফলাফল দিবে,অথচ ৪৮ ঘন্টার পর ফেলাম।আর রায়পুরের নমুনার ৭২ ঘন্টা শেষ এখনো আসেনি।
আচ্ছা, করোনার জন্য কি অন্য রোগীগুলো সেবা পাবেনা?
দেশে কি শুধুই করোনা রুগী?
অন্য কোন রুগী নেই?
তাদেরকে কি আপনারা সেবা দিবেন না?
আপনাদেরই সুরক্ষা প্রয়োজন বুঝলাম, কিন্তু একটা রুগী ২ দিন চিকিৎসা না পেলে কি হবে একটু ভেবে দেখেছেন একবার? ৪ ঘন্টায় করোনার রেজাল্ট দিয়ে নিশ্চিত হয়ে অন্য রুগেকে সেবাদিন। কেনো দুইদিন বা তিনদিন পর রেজাল্ট?কেনো?
আর কত মানুষ এই ভাবে অবহেলা মৃত্যু বরন করবে?
করোনা মানুষ মরে দিন ৭-১৫ জনের ভিতরে হয়তো ।কিন্তু আপনাদের অবহেলা অন রুগী এর চেয়ে ৪ গুন বেশি মৃত্যু বরন করে।
কিছুদিন আগে সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী Abdus Sattar Palwan ভাইয়ের আম্মুর বেলায়ও ২ দিন পর রেজাল্ট দিলো,ভাইয়ার আম্মু বেঁচে আছে(আল্লাহ নেক হায়াত দান করুক),কিন্তু আমার চাচা বেঁচে নেই। রাষ্ট্রের মৌলিক সেবাটুকুও পেলনা।
কাকে এই প্রশ্ন করবো?আমাদের চিকিৎসা ব্যবস্থা নাকি অনেক উন্নত, তাহলে এই অবস্থা কেনো?ধিক্কার জানাই ঐ চিকিৎসা ব্যবস্থাকে, যা রাষ্ট্রের নাগরিকদেরকে নূন্যতম সেবা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়।ধিক্কার জানাই ।ধিক্কার 😭😭
আমরা আপনার কাছে ক্ষমা প্রাপ্তি চাচা। ওপারে ভালো থাকবেন,আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।আমিন।
0 মন্তব্যসমূহ