ভিডিও লিংক: https://youtu.be/GGogeKEepG0
পাওয়ার প্লান্টের গুরুত্ব
সহজলভ্য এবং কম খরচে বিদ্যুৎ উৎপাদন কোন একটি দেশের উন্নতির প্রধান চাবিকাঠি। পূরাকালে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি আবিষ্কার না হওয়াতে তখনকার অধিবাসীগণ বিদ্যুৎ শক্তির গুরুত্ব বুঝতে পারে নি। আধুনিক যুগে যে দেশ বিদ্যুৎ শক্তি উৎপাদনে যত বেশি উন্নত, সে দেশ তত বেশি উন্নত। সে আলােকে বিদ্যুৎ শক্তির গুরুত্ব নিম্নরূপ :
১। বিদ্যুৎ শক্তি ব্যবহারের প্রসারতায় মানুষের কষ্ট এবং শ্রমের পরিমাণ দিন দিন লাঘব হচ্ছে।
২। শিল্প কলকারখানা, আবাসিক এলাকায় ব্যবহার ছাড়াও, কৃষি, শিল্প, কুঠির শিল্প এবং সামরিক ক্ষেত্রে বিদ্যুতের অবদান অনস্বীকার্য। ৩। কৃষি কাজে ইরিগেশনে বিদ্যুতের ভূমিকা ও বর্তমান আধুনিক সামরিক ক্ষেত্রে বিদ্যুতের যে কি চাহিদা তা সর্বজন বিদিত।
৪। আধুনিক প্রযুক্ত বিজ্ঞান বিভিন্ন ইলেকট্রিক সাজ-সরঞ্জাম, চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ বর্তমান জগতের যে কোন ক্ষেত্রেই বিদ্যুতের ব্যবহার অপরিসীম।
বাংলাদেশ অবশ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পিছনে পড়ে আছে, তার কারণ হচ্ছে শক্তি উৎসের অপ্রতুলতা। এই সমস্ত সমস্যা কাটিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংখ্যা বাড়াতে থাকলে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি দিন দিন কমবে, সে সঙ্গে শিল্প, বাণিজ্য, কৃষি ক্ষেত্র, কুটির শিল্প, প্রকৌশল ক্ষেত্র, চিকিৎসা শাস্ত্র ইত্যাদির প্রভূত অগ্রগতি হবে। কাজেই আধুনিক যুগে দেশের তথা সমগ্র বিশ্বের জীবন যাত্রার মানের অগ্রগতি ও প্রসারে পাওয়ার প্ল্যান্টের গুরুত্ব ও ব্যবহার সহজেই অনুমেয়।
ভিডিও লিংক: https://youtu.be/GGogeKEepG0
0 মন্তব্যসমূহ