আসলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ইলেকট্রিক্যাল লাইসেন্স পারমিট পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন, তারা অবশ্যই জানেন একটি পারমিট কার্ড বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড হতে আপনাকে একটি পারমিট কার্ড দিবে। এই কার্ডের মাধ্যমেই আপনি সরকারিভাবে বা বেসরকারিভাবে লাইসেন্স অনুযায়ী ইলেকট্রিক্যাল কাজ করতে পারবেন। যেহেতু যারা এখনো কার্ডটি সংগ্রহ করতে পারেননি তাদের জন্যই আজকের এই লেখাটা তারা অবশ্যই ধৈর্য্য সহকারে। সম্পূর্ণ লেখাটা পড়ে নিবেন।
ক, খ, গ, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষা হয়ে থাকে, (ক) হচ্ছে 11,000 ভোল্ট এর ক্ষেত্রে পারমিট দিয়ে থাকে (খ) হচ্ছে 440 ভোল্টের ক্ষেত্রে পারমিট দিয়ে থাকে। এবং (গ) 220 ভোল্ট এর পারমিট দিয়ে থাকে। এখন যদি আপনি খ এবং গ এ উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি 440 ভোল্ট এবং 220 ভোল্ট এর বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল সরকারিভাবে বা বেসরকারিভাবে কাজ করতে পারবেন।আপনি যদি (ক) উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি 11,000, 440, 220 এই ধরনের ভল্টের কাজ করতে পারবেন। কিন্তু আপনি ঠিকাদারি ভাবে কোন সরকারি কাজ নিতে পারবেন না, এবং এই কার্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, তিন মাস এর ভিতরে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে। মেসেজ পাওয়া মাত্রই আপনি কার্ড টি সংগ্রহ করুন, বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড হতে।
0 মন্তব্যসমূহ