বয়লার সম্পর্কে বিস্তারিত আলোচনা difference between water tube boiler and fire tube boiler in bangla



বয়লার কাকে বলে : বয়লারকে একটি পানির চৌবাচ্চা বলা যেতে পারে। এর কারন বয়লার মূলত পানি গরম করে বাষ্প তৈরি করে থাকে। সেই বাষ্প থেকে আবার জাহাজ, রেলের ইঞ্জিন চলে। এখন প্রশ্ন হতে পারে গার্মেন্টসে বা ইন্ডাস্ট্রিতে কেন ব্যবহার করা হয়।
এর কারন গার্মেন্টস কারখানায় কাপড় পরিস্কার/ওয়াশ করতে স্টিম ব্যবহার করা হয় এমনকি ইস্তি করতেও ব্যবহার করা হয় বয়ালারের উৎপাদিত বাষ্প। এছাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি ছাড়াও বড়, মাঝারি, ছোট প্রায় সব কারখানাতেই বয়লার ব্যবহার করা হয়।
বয়লার কাকে বলে তাত্ত্বিকভাবে বলতে গেলে, নিরাপত্তা ব্যবস্থা করে যে আবদ্ধ পাত্রের ভিতর পানি রেখে তাপ প্রয়োগ করে ষ্টীম(বাষ্প) উৎপাদন করা হয় তাকে বয়লার বলে।
বয়লার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন
https://youtu.be/WyNAvVCDBgQ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ