How to interlocking work star delta reverse forward in electrical



সরাসরি প্র্যাকটিক্যাল দেখতে চাইলে আমাদের ইউটিউব লিংকে প্রবেশ করুন নিচে লিঙ্ক দেওয়া থাকবে।
  https://youtu.be/Eog9hMVXbkY


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা ইন্টারলকিং সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা যারা ইলেকট্রিক্যাল লাইনে কাজ করে থাকি, তারা অবশ্যই মোটর কন্ট্রোল এর জন্য বিভিন্ন রকমের কন্ট্রোলিং সার্কিট  করে থাকেন। যেমন একটি সার্কিট ইন্টারলকিং এটা আমরা অনেকেই স্টার ডেল্টা রিভার্স ফরোয়ার্ড আরো নানান সার্কিটে ব্যবহার করে থাকি। মূলত আমরা যেকোনো ডিভাইসের সুরক্ষা দেওয়ার জন্য বা ফেস টু ফেস শর্ট সার্কিট জানি না হয় সে ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আজকে আমি এখানে শুধু দুইটা মেগনেটিক কন্টাক ধারা কিভাবে ইন্টারলকিং করবেন সেটার একটা ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে ভিডিওটি ইউটিউবে গিয়ে সরাসরি দেখতে পারেন। কারণ প্র্যাকটিক্যাল যদি আপনি না দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না। তাই আমি আপনাদের জন্য সরাসরি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করেছি, এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। ইন্টারলকিং করতে হলে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টর এর N/C দরকার হয় যদি কোনো ম্যাগনেটিক কন্টাক্টর এর N/C  থাকে সে ক্ষেত্রে আমরা অক্সিলারি ব্যবহার করি এবং বিভিন্ন রিলে ব্যবহার করে থাকে। রিলে দিয়ে কিন্তু ইন্টারলকিং করা যায়, তো কথা না বাড়িয়ে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন উপরে লিংক দেয়া থাকবে ভিডিও এবং নিচের লিংক দেওয়া থাকবে। আজকে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন যদি কোন প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ।

সরাসরি ইউটিউবে দেখুন লিংক:

https://youtu.be/Eog9hMVXbkY

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ